আমাদের সর্বশেষ আপডেট
খৈয়াছড়া ঝর্ণা

খৈয়াছড়া ঝর্ণাটি চট্টগ্রামের মিরসরাই এর পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত। নয়টি মূল ধাপ এবং অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ রয়েছে এই ঝর্ণা টির। দৈর্ঘ্ , প্রস্থ , পানির উচ্চতা এবং প্রাকৃতিক বৈচিত্রে এটি দেশের সবচেয়ে বড় আর দুর্গ্ম পাহাড়ের গহীনে অবস্থিত এই ঝর্ণাটি । এজন্য এটিকে বলা বাংলাদেশের ঝর্ণার রাণী। রাতের বেলায় চাঁদের আলোয় ঝর্ণার সৌন্দর্য্ উপভোগ করার জন্য পাহাড়ের পাদদেশে তাবু টাঙ্গিয়ে অনেকে অবস্থান করেন।
দেশের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নিদর্শ্ন খৈয়াছড়া ঝর্ণা দেখার জন্য প্রতিদিন হাজার হাজার পর্য্টক আসেন এখানে। মিরসরাই ইউনিয়নের খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের ৪.২ কি: মি: পূর্বে ঝর্ণাটির অবস্থান। ১ কি: মি: পথ গাড়িতে যাওয়ার পর বাকি পথ যেতে হবে পায়ে হেঁটে। বাঁশের সাঁকো, ক্ষেতের আইল, আঁকাবাঁকা পাহাড়ী পথ, ছড়া, অন্তত: ৪টি পাহাড় পেরিয়ে ঝর্ণার স্বচ্ছ জলে যখন শরীর ভিজাবে পর্য্টকের তখন মনে হবে পথের এই দূরত্ব খুবই সামান্য।
বাড়ইয়াঢাকা থেকে কোন্ডের হাট পর্য্ন্ত পাহাড়ের ২৯৩৩ হেক্টর এলাকাকে ন্যাশনাল পার্ক্ ঘোষণা করা হয়েছে। খৈয়াছড়া ঝর্ণাটি এই পার্কের অন্তর্গ্ত।
এই এলাকার আরেকটি বিশেষত্ব হলো পূর্ব্ খৈয়াছড়া ইউনিয়নের নিঝুম পাহাড়ের কোণে ভুঁইয়া টিলার আগুন। শীত গ্রীষ্ম বর্ষা ১২ মাসে এখানে গ্যাস সিলিন্ডারের মতো মিট মিট করে জ্বলছে এই আগুন । যা কোনদিন নিভে না।
সর্বশেষ পোস্ট সমুহ
আমাদের প্যাকেজ সমূহ
- 1 Day Trip-Chandranath Hill
- 2 Day 1 Night - Chandranath, Guliakhali,Kumira,Bashbaria
- 3 Days 2 Nights- All Above + Mohamaya + Vatiary
©2020. Visit Sitakunda. All Rights Reserved.