আমাদের সর্বশেষ আপডেট
মহাময়া লেক

মীরসরাই উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে ২ কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে গড়ে তোলা ১১ বর্গ্ কিলোমিটারের কৃত্রিম লেকটির নাম মহামায়া লেক। এটি মূলত স্থানীয়দের সহায়তা করার জন্য একটি সেচ প্রকল্প এবং কাপ্তাই লেকের পরে বাংলাদেশে নির্মিত দ্বিতীয় কৃত্রিম লেক। একটি বাবার বাঁধ দিয়ে পাহাড়ের তিনটি মূল প্রবাহ থেকে জল সংরক্ষণের জন্য এটি নির্মিত।
মহামায়া লেকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত। চট্টগ্রাম শহর থেকে ৯০ মিনিটের রাস্তা। মনোরম প্রাকৃতিক পরিবেশে পারিবারিক পিকনিকের জন্য জায়গাটি খুবই উপযুক্ত। লেকে আরামদায়ক কায়াকিংয়ের সুবিধা রয়েছে। কায়াকিংএর মজার অভিজ্ঞতা নিতে মহামায়া লেকে ৮ কিলোমিটার ঘুরে বেড়াতে পারবেন। সাঁতার না জানলেও সমস্যা নেই । সবার জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে। বোটে ঘুরে বেড়ানোর জন্য আছে ইঞ্জিন বোট। আছে ক্যাম্পিংএর ব্যবস্থাও । সপ্তাহের যে কোন দিন রাতে ক্যাম্পিং করা যায়।
প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই জায়গাটি দিনে দিনে পর্য্টকদের কাছে জনপ্রিয় হয়ে উছে।

সর্বশেষ পোস্ট সমুহ
আমাদের প্যাকেজ সমূহ
- 1 Day Trip-Chandranath Hill
- 2 Day 1 Night - Chandranath, Guliakhali,Kumira,Bashbaria
- 3 Days 2 Nights- All Above + Mohamaya + Vatiary
©2020. Visit Sitakunda. All Rights Reserved.